কে এই নায়িকা সানাই। ৩৫ লাখ টাকা খরচ করে নিজের স্তন বড় করায়, সারা বাংলাদেশে ব্যাপক আলোচনার ঝড় তুলেছে এই সানাই। কিন্তু কে এই সানাই। জানা যায় বৃহৎ স্তনের এই নায়িকার পুরো নাম। সুপ্রভা মাহাবুব সানাই। সানাইয়ের আসল বাড়ি রংপুর শহরে। কর্মের খাতিরে থাকেন ঢাকার অভিযাত এলাকা গুলশানে। গুলশানের সানাইয়ের একটি অভিযাত বাড়ি আছে।
জানা যায় সানাই এই বাড়ির নিচতলা ভাড়া দিয়ে দোতালায় থাকেন। সানাইয়ের পরিবারে তার বাবা-মা এবং ভাই-বোন আছে। ঢাকাই চলচ্চিত্রে নবাগত নায়িকা সানাই মাহবুব সুপ্রভা। তাকে সবাই সানাই নামেই চেনে। ময়নার ইতিকথা’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে এই উঠতি নায়িকার। ‘ময়না’ চরিত্রটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। মেয়েটিকে কেন্দ্র করেই ছবিটির মূল গল্প। তরুণ নির্মাতা বাবু সিদ্দিকীর কাহিনী ও পরিচালনায় নির্মিত হচ্ছে ‘ময়নার ইতিকথা’।
এর আগে বেশ কিছু ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন সানাই। তবে এখনও বড় পর্দায় দেখা মেলেনি তার। তাই নবাগত এই নায়িকাকে ঘিরে জন্ম নিয়েছে নানা সমালোচনা। নানা আলোচনা-সমালোচনার সঙ্গে পাল্লা দিয়ে সানাই নিজেকে কতটা প্রমাণ করতে পারে এখন সেটিই দেখার বিষয়।