যশোরের প্রাণকেন্দ্র থেকে একটি পতিতালয় উচ্ছেদ এবং এ নিয়ে ঘটনাপ্রবাহ গোটা শহর জুড়ে এখন আলোচনার বিষয়। দু’সপ্তাহ আগে রাতের আঁধারে শহরের বড়বাজারের হাটখোলা রোড সংলগ্ন বাবুবাজার পতিতা পল্লীতে উচ্ছেদ করে দেয়া হয়। পানির সংযোগ কর্তন ও হুমকি ধামকি দিয়ে তাদের উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ করেছেন পতিতারা। উচ্ছেদের পর থেকে তারা মানবেতর জীবনযাপন করছেন।
। এরা এখন ভ্রাম্যমান ও বাসা বাড়িতে পতিাতবৃত্তি করতে বাধ্য হবে। তার মতে পতিতা পল্লী উচ্ছেদ করে গণ্ডির ভিতরে থাকা মেয়েদের বাইরে ছড়িয়ে দেয়া হয়েছে। এর প্রভাব সমাজে পড়তে বাধ্য। এদিকে রাতারাতি পতিতা পল্লী উচ্ছেদের ঘটনা প্রকাশ হয়ে পড়ায় তেলে বেগুনে জ্বলে ওঠেন উচ্ছেদ প্রক্রিয়ার সাথে জড়িতরা। তারা বিষয়টি ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা শুরু করেছেন। এছাড়া তারা উচ্ছেদ হওয়ার পর যশোরের অন্য পতিতালয়ে আশ্রিতদের এ বিষয়ে মুখ বন্ধ রাখতে হুমকিধামকি অব্যাহত রেখেছেন।